জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। আর এমন নির্বাচন কখনোই জনগণের নির্বাচন হতে পারে না।’
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার জরুরি। যে কার্যক্রম চলছে, সেই লক্ষ্যেই জুলাই মাসে “জুলাই সনদ” ঘোষণার কথা রয়েছে। আমরা রাজপথে নেমেছি এই সনদ আদায়ের জন্য। ইনশাআল্লাহ, “জুলাই ঘোষণাপত্র”-এর মধ্য দিয়েই বিজয় আসবে।’
তিনি আরও বলেন, ‘ভারত অন্যায়ভাবে আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে শিগগিরই নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষের নদীর অধিকার এবং সীমান্তে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করব।’
নাহিদ ইসলাম বলেন, ‘সময়ের দাবিতে, জনগণের আহ্বানে এবং শত শত শহীদের আত্মত্যাগের ঋণ শোধ করতেই আমাদের দল গঠন করতে হয়েছে—যাতে জনগণ একটি বিকল্প, দায়িত্বশীল নেতৃত্ব পেতে পারে। আমাদের সহায়তা করুন, পাশে থাকুন। বাংলাদেশের তরুণ প্রজন্ম যে স্বপ্ন নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়, সেই লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে থাকব।’
তিনি আরও বলেন, ‘লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে যে আঞ্চলিক বৈষম্য রয়েছে—বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে—আমরা তা দূর করতে চাই। যোগাযোগব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’