
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা রিমান্ড শুনানিতে আদালতে বলেছেন, নির্বাচন হয়ে গেলে কমিশনারের কোনও কিছু করার থাকে না। নির্বাচন বিতর্কিত হয়েছে, কিন্তু সেটার জন্য নির্বাচন কমিশনারের কোনও দোষ নেই।
সোমবার (২৩ জুন) বিকালে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে ৪ দিনের রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এদিন বিকাল ৩টার কিছু পরে কেএম নূরুল হুদাকে আদালতের হাজতখানায় হাজির রাখা হয়। পেছনে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে ১ ঘণ্টা পর তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে হেলমেট ও জ্যাকেট খুলে হ্যান্ডকাপ পরা অবস্থায় কাঠগড়ার দাঁড়ান। এ সময় আইনজীবীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বলতে বাধা দেওয়ায় কাঠগড়ার মাঝামাঝি অংশে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ান তিনি। এরপর বিচারক আসেন। প্রথমে সংরক্ষিত মহিলা আসনের এক সাবেক এমপির মামলার শুনানির আহ্বান করে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা। পরে শেরে বাংলা নগর থানায় প্রহসনের অভিযোগে করা মামলায় তার ১০ দিনের রিমান্ড শুনানি শুরু হয়।