যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে মারা গেছেন অন্তত চারজন। এ ঘটনায় আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে শিকাগো পুলিশ।
বুধবার (২ জুলাই) গভীর রাতে শিকাগোর রিভার নর্থ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, একটি রেস্তোরাঁ ও লাউঞ্জের সামনে এই ঘটনা ঘটে, যেখানে একজন র্যাপারের অ্যালবাম রিলিজ পার্টি অনুষ্ঠিত হয়েছিল।
পুলিশ জানায়, কেউ একজন ভিড়ের দিকে গুলি চালিয়ে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।