
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের যোগসাজশে এসব ঘর নির্মাণ চলছে।
সরেজমিনে দেখা গেছে, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ুর প্রভাব থেকে উপকূল রক্ষায় রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ কেটে সেখানে দোকানঘর গড়ে তোলা হচ্ছে। এতে বেড়িবাঁধের মাটি ক্ষয় এবং সবুজ বেষ্টনী প্রকল্প হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রভাবশালী রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আ: জলিল আকন, মহিম হাওলাদার ও আ: রশিদ হাওলাদার অন্তত ৫–৬টি গাছ কেটে দোকান নির্মাণ করছেন। এসব দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হচ্ছে বলে অভিযোগ।
এ বিষয়ে গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, “আমরা বাধা দিয়েছি, কিন্তু তারা কথা শুনছে না।”
মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
পাউবো’র কলাপাড়া সার্কেলের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারিকুজ্জামান তুহিন জানান, “স্থানীয় একজন ফোনে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়সারা বক্তব্য দিলেও এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।