
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
শনিবার (২৮ জুন) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা থানার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের গিয়াস উদ্দীন (২৮) ও একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে কুমিল্লাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গাঁজা ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।