চট্টগ্রামের আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে দুটি শোরুম থেকে টিভি, ফ্রিজসহ ৬১ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার আনোয়ারা থানায় আল মদিনা ও শাহ আমানত ইলেকট্রনিকস নামের দুটি শোরুমের মালিক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রতারক চক্রকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকার আল মদিনা ইলেকট্রনিকসের মালিক মো. জিয়াউল হক ও বটতলী রুস্তমহাটের শাহ আমানত ইলেকট্রনিকসের মালিক মো. ইব্রাহিমের হোয়াটসঅ্যাপ নম্বরে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে একটি মোবাইল ফোন নম্বর থেকে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ইলেকট্রনিকসপণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন।
সেই অনুযায়ী শুক্রবার সকালে তাদের শোরুম থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দুটি সিলিং ফ্যান ও একটি ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ রেডি রাখতে বলেন। কথামতো একটি পিকআপ পাঠানো হয়। তাতে ফ্রিজসহ সব মালামাল পিকআপে তুলে দেন তারা। পরে ওসি পরিচয় দেওয়া ওই নম্বর থেকে কল দিয়ে জানানো হয়, থানার অন্য অফিসার পাঠিয়ে মূল্য পরিশোধ করা হবে। কিন্তু এর পর থেকে ওই নম্বর বন্ধ পাওয়া যায়। পরে দোকানমালিকেরা বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন।
ভুক্তভোগী মো. জিয়াউল হক বলেন, ‘প্রতারক চক্রের ওই নম্বরের সঙ্গে আমি কয়েকবার মেসেজে আলাপ করেছি। এ সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ওসির ছবিসহ দেখা গেলে আমি বিশ্বাস করি। আমার সিঙ্গার ব্র্যান্ডের ২৪ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি স্মার্ট টিভি ও ৭ হাজার টাকা মূল্যের দুইটি ফ্যান নিয়ে গেছে তারা। এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অপর ভুক্তভোগী মো. ইব্রাহিম বলেন, ‘আমার ২৯ হাজার ৫০০ টাকা দামের একটি ফ্রিজ নিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ওসি সাহেব পণ্য উদ্ধারের আশ্বাস দিয়েছেন।’