
টঙ্গী বাজার মশলাপট্টি এলাকা থেকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান দেশীয় মদসহ ৯ জনকে আটক করা হয়েছে।
২৯ মে (বৃহস্পতিবার) রাত ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজারে অভিযান পরিচালনা করে এই ৯ জনকে হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলেন, জাদব বরমন, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, সোহেল, আরিফ, শাহিন এবং মো. অপু মিয়া।
দেশের চলমান পরিস্থিতিতে জনগনের জান-মাল রক্ষা করাসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আইন-বহির্ভূত যাবতীয় কর্মকান্ড রোধ ও আইনের সুশাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় তাদের নিয়মিত অভিযানে এসকল মাদক কারবারীদেরকে দেশীয় মদসহ আটক করা হয়েছে।
জব্দ করা হয়েছে ১৫২ বোতল (৮০ লিটার) দেশী মদ ও ১২ টি মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে তাদের বিরূদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।