
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ০১ জুন রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখান মাষ্টারপাড়া এলাকায় “ক্র্যাপ প্রোডাকশন” একটি চকলেট কারখানায় উত্তরা আর্মি ক্যাম্প, এন এস আই , ভোক্তা অধিকার ও পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর দেয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,কারখানাটি তদন্ত করে কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায় তা হচ্ছে – কর্মীদের স্বাস্থ্যবিধিতে অবহেলা,উৎপাদন সংক্রান্ত প্যাকেজিং সম্পর্কে ভুল তথ্য,প্যাকেজের ওজন সম্পর্কে ভুল তথ্য, নোংরা পরিবেশ ,মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করছে, কারখানার আশেপাশে পোকামাকড়ের উপস্থিতি, BSTI মান এবং প্রবিধান লঙ্ঘন করে পণ্য তৈরি করা।
উপরোক্ত বিষয়ে ভোক্তা অধিকারকে নিষ্কাশন ও বাস্তবায়নে জন্য সহায়তার প্রদানের মাধ্যমে কারখানাটিকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং BSTI কর্তৃক পুনরায় অনুমোদন না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।