
আজ গুড ফ্রাইডে। মানবজাতির মুক্তিদাতা প্রভূ যীশু খ্রীষ্ট মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে আসেন, পাপী মানুষের মুক্তি দিতে নিজে তীব্র কষ্ট যন্ত্রণা ও অত্যাচার সহ্য করে ক্রুশে মৃত্যু বরণ করেন, এই দিনটি সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বড়দিনের পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। যিশুখ্রিষ্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সে দিনটি ছিল শুক্রবার, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে শ্রদ্ধার সঙ্গে পালন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা।
তাদের কাছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিনটি হলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও পরিচিত।
দিনটি যে কারণে খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ
গুড ফ্রাইডেতে যিশুখ্রিষ্টকে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে শোকের। এদিনে খ্রিস্টানরা উপোস করেন। তারা যিশুর ওপর অত্যাচারের কথা স্মরণ করে শোক করেন। বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শোকের সময়। এসময়ের মধ্যেই যিশুখ্রিষ্টের ওপর অত্যাচার করে তাকে ক্রুশবিদ্ধ করা হয়।
এদিন খ্রিস্টানরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। বাড়িতেও তারা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই দিনটি পালন করা হয়।
ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতে যিশুখ্রিষ্ট তার অনুগামীদের সঙ্গে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা লাস্ট সাপার হিসেবে পরিচিত। এসময় থেকেই খ্রিস্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়।