• শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

আলী হোসেন (শ্যামল) / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে একটি নবনির্মিত সড়ক উদ্বোধনের সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

প্রশাসক জানান, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোর প্রস্থ ৩০ ফিট করা হয়েছে, যা ভবিষ্যতে ৭০ থেকে ১০০ ফিটে উন্নীত করা হবে। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ডকে এয়ারপোর্ট রোডের সঙ্গে সংযুক্ত করতে তিনটি রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে, যার কাজ আগামী অর্থবছরে শুরু হবে।

প্রথম পর্যায়ের উন্নয়নকাজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংশ্লিষ্ট ড্রেনেজ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক বলেন, বুয়েটের ডিজাইন অনুযায়ী নতুন অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের লাইসেন্স দিয়ে নির্ধারিত সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে। নির্ধারিত ভাড়া চার্ট ও পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!