
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের কাছে এসে স্বেচ্ছায় ধরা দিয়েছেন সমীর সরদার (৫০) নামের এক মাদক কারবারি। তিনি উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়া পাড়া এলাকার বাসিন্দা ভোলা সরদারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সমীর সরদার দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে বেশ কিছুদিন ধরে পটিয়া থানা পুলিশ খোঁজছিল।
আজ সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ পটিয়া থানায় এসে সমীর সর্দার পুলিশের কাছে ধরা দেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পটিয়া থানার সেকেন্ড অফিসার এস আই আসাদ বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে সমীর সরদার থানায় এসে স্বেচ্ছায় ধরা দেয়। আমরা তাকে আদালতে প্রেরণ করি।