• রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

সকালের রিপোর্ট ডেস্ক / ৪১ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ফোনে পেহেলগাঁওয়ে হামলার তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান মোদি এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে একটি পোস্টে এ তথ্য শেয়ার করেন।

পোস্টে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী মোদি ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রয়াসে জোর দেবেন।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন স্পট পেহেলগাঁওয়ে বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ২৬ জনকে হত্যা করে। হামলায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ও শোক প্রকাশ করা হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!