• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

উত্তরায় ঈদে চুরি-ছিনতাই ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে ; ডিসি

এলেন বিশ্বাস / ১২৬ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

ঈদুল আযহাকে সামনে রেখে চুরি-ছিনতাই প্রতিরোধ,টানা পার্টি-অজ্ঞান পাটির হাত থেকে ব্যবসায়ীদের সুরক্ষা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা , সাধারণ মানুষকে সেবা ও ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে উত্তরা বিভাগের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। এমনটা জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম। এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়েছে মানবাধিকার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন। সম্প্রতি উত্তরা বিভাগের প্রতিটি থানায় পাল্লা দিয়ে বেড়ছে অপরাধীদের গ্রেফতার অভিযান।

সোমবার (২ই জুন) দুপুরে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায়, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহিদুল ইসলাম পিপিএম-কে ডিএমপির শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত করে বিশেষ সম্মাননা প্রদান করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তার নেতৃত্ব ও অপরাধ দমনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদা দেয়া হয়।

জুলাই ২৪ গণ অভ্যুত্থানের পর থেকে ঢাকার অন্যতম ক্রাইম জোন হিসেবে পরিচিত উত্তরা-আব্দুল্লাহপুর ও বিমানবন্দর এলাকা।

ঈদুল আযহাকে সামনে রেখে চুরি ছিনতাই প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম বলেন, ঈদের মৌসুমে ছিনতাইকারীরা যাতে মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য আমরা উত্তরা ডিভিশনকে বিশেষ নজরদারিতে রাখবো।

এ সময় তিনি বলেন,বিশেষ করে আব্দুল্লাপুর- কামারপাড়া, আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট গোল চক্কর পর্যন্ত ছিনইয়ের ঘটনা বেশি ঘটে।এই সব এরিয়াতে তারা ফুট-পেট্রোল দিয়েছেন। পুলিশ সেখানে হেঁটে হেঁটে ডিউটি করছে।পাশাপাশি তাদের মোবাইল পেট্রোল টিম রয়েছে, মোবাইল পেট্রোল টিম ঝুঁকি পূর্ণ এলাকাতে কাজ করছে, তিনি আরো বলেন আমাদের আরো রয়েছে হুন্ডা পেট্রোল। এরা সিভিলে হুন্ডা চড়ে কাজ করে। তারা নিশ্চিন্তে কাজ করতে পারে দুষ্কৃতিকারী ও ছিনতাইকারীরা যাতে তাদেরকে চিনতে না পারে। হুন্ডা পেট্রোল টিম এ ধরনের ঘটনা দেখলেই যাতে সাথে সাথে এ্যাকশন নিতে পারে তাদের সাথে রয়েছে ওয়ারলেস।

ডিসি মুহিদুল ইসলাম আরো বলেন, তাদের যারা ফুট পেট্রোল বা অন্যান্য পেট্রোল আছে তারা যাতে সাথে সাথে সাপোর্ট দিতে পারে কলে এসে কল দেওয়ার সাথে সাথে তারা ওখানে চলে যেতে পারে এজন্য সাপোর্ট দেওয়া হয়েছে।
তাদের বিশেষ সোর্স ও রয়েছে, যাতে যে কোন ঘটনা ঘটলে তাদেরকে আগাম নোটিশ দিতে পারে ইনফর্ম করতে পারে।এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে চুরি, ডাকাতি ও ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে তারা মাঝে মাঝে বেশি সংখ্যক লোক নিয়ে সড়কে ব্লক দিচ্ছে। বিশেষ করে যে সব এলাকাতে বেশি ছিনতাই হয় যেমন আব্দুল্লাহপুর মোড় এর আশেপাশে টঙ্গী বস্তি রয়েছে জয়দেবপুর বস্তি রয়েছে এ সকল বস্তিগুলো থেকে এসে ছিনতাই করে তাড়াতাড়ি চলে যেতে পারে। আশুলিয়া, সাভার, বাউনিয়া এ সকল জায়গা থেকে লোক এসে বাহিরের লোক ছিনতাই করে চলে যায় তাদের ঠেকাতে ও তারা সড়কে ব্লক দিয়ে অভিযান করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!