ঢাকাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও মানবিক নগরীতে রূপান্তরের লক্ষ্যকে সামনে রেখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২ এপ্রিল) সকালে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সরেজমিন পরিদর্শনে যান উত্তরা আবাসিক এলাকায়।
সকাল ৮টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি উত্তরা সেক্টর ৩, ১০ ও ১২-এর বিভিন্ন সড়ক, প্লট, পার্ক এবং নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন।
পরিদর্শনের শুরুতেই রাজউক চেয়ারম্যান প্লটসমূহের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে তা দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘রাজউকের মালিকানাধীন কোনো জমি দখলমুক্ত না থাকলে তা নগর উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়ায়, যা বরদাশত করা হবে না।’
এসময় উত্তরা আবাসিক এলাকার লেক ও পার্কগুলোর পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং নাগরিক ব্যবহারের উপযোগিতা নিয়েও সরেজমিন পর্যালোচনা করেন তিনি। পার্কসমূহে বসার স্থান, আলো-বাতাস চলাচল এবং শিশুপার্কের নিরাপত্তা ও পরিবেশবান্ধব ব্যবস্থা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।
নির্মাণাধীন ভবনগুলোর কার্যক্রম পরিদর্শনকালে তিনি নিশ্চিত করেন যে, প্রতিটি ভবন রাজউকের অনুমোদিত নকশা অনুসারে নির্মিত হচ্ছে কিনা। বেশ কিছু জায়গায় ওয়াকওয়ে, সড়ক ও ফুটপাত জুড়ে নির্মাণ সামগ্রী রাখার বিষয়টি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেন। ‘জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মন্তব্য করেন তিনি।
পরিদর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিস্তম্ভ ‘মুগ্ধ মঞ্চ’ পরিদর্শন। এই মঞ্চের বর্তমান অবস্থা ঘুরে দেখে রাজউক চেয়ারম্যান এর ঐতিহাসিক গুরুত্বকে আরও অর্থবহ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।