রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত এবং এর আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার (১৬ এপ্রিল) এ অভিযান শুরু হয়।
উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
এই কার্যক্রম পরিচালনার জন্য গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) মাইকিং করা হয়েছিলো বলে জানিয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে অনেকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। বেলা ১২ টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এর মধ্যে অবৈধ চায়ের টং, খাবারের হোটেল, বাঁশের আড়ৎ, নার্সারী সহ হকারদের উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ পরবর্তী নতুন করে আর যেন এই জায়গাগুলো অবৈধভাবে দখল না হয়, সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন তারা।