• রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজনৈতিক দলগুলোকে বলব, এই জেনারেশনকে ভয় করুন: সারজিস

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘সকল রাজনৈতিক দলের উদ্দেশে একটি কথাই বলব, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। কুয়েটের ভিসি তার প্রমাণ।’

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শুক্রবার এক সমাবেশে এ কথা বলেছেন সারজিস আলম। ‘জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে’ এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

এ সময় সারজিস আলম বলেন, ‘আমরা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?’

এনসিপির এই নেতা বলেন, ‘জুলাইয়ে শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারাজীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনোই এড়াতে পারবে না।’

 

সারজিস বলেন, ‘আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু আধিপত্যবাদী ভারতের দিকে আমরা আর ঘুণাক্ষরেও তাকাব না। যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনী হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।’

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!