• রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সাভারে ঢাকা গামী চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের উপর সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী তায়েফুর রহমান জানান, তিনি পরিবার নিয়ে সাভার পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামার পর তিন-চারজন যুবক যাত্রীবেশে বাসে ওঠে। বাসটি ব্যাংক টাউন ব্রিজে পৌঁছালে তারা হঠাৎ অস্ত্র বের করে নারী যাত্রীদের জিম্মি করে ফেলে। এরপর যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে দ্রুত নেমে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও লক্ষাধিক টাকা মূল্যের লকেট নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকেও একইভাবে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। আমার মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারি ছিনতাইকারীদের সাথে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে।

এ ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমাদের নিয়মিত টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ঘটনার সময়ও গন্ডা এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের বিষয়টি আমরা জেনেছি এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!