মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার (১৩ এপ্রিল) টঙ্গীবাড়ি থানায় ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন। পরে রাতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার শামীম উপজেলার আউটশাহী ইউনিয়নের শহিদ দেওয়ানের ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। ধর্ষণের অভিযোগে আউটশাহী ইউনিয়নের শহিদ দেওয়ানের ছেলে যুবক শামীম দেওয়ানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।