• রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায়। কেউ এসেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, কারো হাতে প্লাকার্ড-ফেস্টুন। তবে এদের মধ্যে নজর কড়েছেন এক ঘোড়সওয়ার। তিনি ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দিয়েছেন মার্চ ফর গাজা’য়।

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র মূল আনুষ্ঠানিকতা বিকেলে। তবে সকালে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মানুষ। সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।

এর মধ্যেই এক যুবককে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাস্তায় ঘোড়া ছোটাতে। হাতে ফিলিস্তিনের পতাকা। কিছুক্ষণ পর তাকে ঘিরে অনেকেই ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।

বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।

নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

এই কর্মসূচি ঘিরে রাজধানীতে সেনবাহিনী ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যাদের সমন্বয়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

কর্মসূচি সফল করতে এরইমধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গত শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!