• রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সকালের রিপোর্ট ডেস্ক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সুনামগঞ্জে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ড অভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে।

আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে তা এখনও উদ্ধার হয়নি, উদ্ধার কার্যক্রম চলছে। অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে, ভাল হবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঘটনা ঘটছে, অপকর্ম করেছে তখনই আমরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। আর জনগণকে আরও সচেতন হতে হবে। আগ্নেয়াস্ত্র কোনোভাবেই যেন ইউজ না হয় সে বিষয় কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারাও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধানের উৎপাদন ভাল হয়েছে। আর আপনাদের এখানে অনেক পতিত জমি রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।

এসময় সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করার অনুরোধ করে তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করলে জনগন উপকৃত হবে। আমাদেরও কাজ করতে সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ। পরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন সুনামগঞ্জে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!