যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না হলে বিজনেস ক্লাসে বিমানে ফিরবেন তিনি।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রবিবার ও সোমবার ধরে পরিকল্পনার প্রস্তুতি চলছে, তবে এখনো এয়ার অ্যাম্বুল্যান্স চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তিনি যুক্তরাজ্যে যান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। বর্তমানে তিনি লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে চিকিৎসাধীন।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, খালেদা জিয়াকে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
তিনি জানান, ফেরার সময় তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। তবে তিন নাতনির মধ্যে কারা কারা আসছেন, তা এখনো নিশ্চিত নয়।
খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান।
সম্পাদক ও প্রকাশক: আলী হোসেন (শ্যামল)
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০
মোবাইল: 01854579306