হাতঘড়ির চেইন আকারে মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর লুকানো ১ কোটি ৭ লাখ টাকার ৯১০ গ্রাম সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এই যাত্রী থেকে উদ্ধার হওয়া সোনা জব্দ করে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ মোকসুদ আহমেদ চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেছেন, সোমবার সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ অবতরণ করে। এ ফ্লাইটে আসা ইকে-০৫৪২০১৩ পাসপোর্টধারী যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ এয়ারপোর্টের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে করে তল্লাশি করা হয়।
তিনি আরও বলেন, এসময় তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের সোনা পাওয়া যায়। এ ছাড়া অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে। এ ছাড়া সাতকানিয়া দোভাষী পাড়ার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ মোকসুদ আহমেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এতে বাজুসের তথ্যানুসারে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা রাজস্ব আয় হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলী হোসেন (শ্যামল)
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০
মোবাইল: 01854579306