প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
উত্তরা পাষ্টর ফেলোশিপ এর উদ্যোগে ইস্টার সানডে উপলক্ষে সানরাইজ অনুষ্ঠান
রাজধানীর উত্তরায় প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস (ইস্টার সানডে )উপলক্ষে উত্তরা পাস্টরস ফেলোশিপ এর উদ্যোগে সানরাইজ (সূর্যোদয়) প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
প্রতি বারের ন্যায় এবারও ২০ ই এপ্রিল (রবিবার) ভোর ৬ ঘটিকায় উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে সানরাইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায় উত্তরা ১১ নং সেক্টর মাঠে প্রায় ১২ শত খ্রিষ্ট বিশ্বাসী উক্ত সানরাইজ (সূর্যোদয়) প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথেই সকল খ্রিস্ট বিশ্বাসীগণের মুখে প্রভু যিশু খ্রিস্টের জয় ধ্বনি শোনা যায়। চলে প্রার্থনা আরাধনা, প্রশংসা গান ও প্রভুর বাক্য প্রচার।
উক্ত সূর্যোদয় প্রোগ্রামে দেশ ও জাতির জন্য প্রার্থনা করা হয় এবং সকলের উদ্দেশে প্রভুর বাক্য প্রচার করেন রেভা: কল্যাণ বিশ্বাস।
খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলী হোসেন (শ্যামল)
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০
মোবাইল: 01854579306
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫